কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন রোহিঙ্গাদেরপঞ্চম দল।বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদশামশুদ্দোজা নয়ন জানিয়েছেন, এবারও প্রায় ৩ হাজারের মতো রোহিঙ্গা স্থানান্তরহচ্ছেন। আগামী দুই দিনে দুই ভাগ তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।মঙ্গলবারকক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছেছেন প্রায় ২ হাজার রোহিঙ্গা।রাতে তারা চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে অবস্থান করবেন।বুধবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব পয়েন্ট থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।দুপুর নাগাদ তাদের ভাসানচরে পৌঁছার কথা।একইভাবে পরদিন বৃহস্পতিবার দুপুর নাগাদ ভাসানচরে পৌঁছবেন পঞ্চম দলের অবশিষ্ট রোহিঙ্গারা।
Your browser doesn’t support HTML5
পঞ্চম দফায় ভাসানচরে যাচ্ছেন আরও প্রায় ৩ হাজার রোহিঙ্গা
গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই স্থানান্তর প্রক্রিয়ায় ইতোপুর্বে ৪ দফায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পেগেলেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা।মিয়ানমার থেকে বলপুর্বক বাস্তুচ্যুত হয়ে ১০ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সেখান থেকে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রস্তুত করা ভাসানচর আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।