নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বিজেপি-র সহযোগী কোনও দল স্থান পেল না

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রবিবারের রদবদলে স্থান পেল না বিজেপি-র সহযোগী কোনও দল। এ যেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স জোটের মন্ত্রিসভা নয়, কেবলই বিজেপি-র মন্ত্রিসভা। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বলী বিজেপির তেমন প্রয়োজন নেই সঙ্গীদের গুরুত্ব দেওয়ার। অবশ্য ভবিষ্যতে আরও রদবদল হলে এঁরা স্থান পান কিনা, সেটা দেখবার। এই রদবদলে সবচেয়ে চমকপ্রদ ঘটনা প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে নিয়ে আসা নির্মলা সীতারমণকে। তিনি দেশের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী। দুনিয়ার খুব কম দেশেই প্রতিরক্ষা মন্ত্রীরা মহিলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিগোষ্ঠী, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-তে এখন ২ জন মহিলা সদস্য - নির্মলা ও সুষমা স্বরাজ। এখন ২৮ জন ক্যাবিনেট মন্ত্রির মধ্যে পুরুষ ২৩ জন ও মহিলা ৫ জন। বয়সের বিচারে গড় বয়স ৬১ বছর - সবোর্চ্চ ৭১ বছর ও সর্বনিম্ন ৪১ বছর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট