ভারত ও পাকিস্তানের একটি করে যুদ্ধবিমান বিধ্বংস

আজ প্রথমে জানা যায় পাকিস্তানের বিমান বহর নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতে ঢুকে আক্রমণ করতে গেলে ভারতীয় বিমান বহর তা প্রতিহত করে এবং একটি পাকিস্তানি F-16 জঙ্গি বিমান গুলি করে নামায়। অন্যদিকে পাকিস্তান দাবি করে, তাদের বিমান ভারতের মাটিতে বোমা ফেলে এসেছে এবং তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ভারতের একটি বিমান ধ্বংস হয়েছে। তার পাইলট পাকিস্তানের হাতে বন্দি।

পরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি সাংবাদিক বৈঠকে সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানান, ভারতীয় বিমান আক্রমণকারী পাক বিমানগুলোকে তাড়া করে নিয়ন্ত্রণ রেখার ওপারে চলে যায় এবং একটি পাক বিমানকে ধ্বংস করে। যদিও সেই সময় ভারতের একটি Mig-21 বিমানও ধ্বংস হয়। মিগ বিমানের পাইলট নিখোঁজ। তিনি বন্দি হয়েছেন কিনা জানার চেষ্টা চলছে।

ইতিমধ্যে আজই সকালে জম্মু-কাশ্মীরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি M-17 হেলিকপ্টার ছ'জন আরোহী সহ ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে ভারত জানিয়েছে। দুর্ঘটনায় একজন স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয়েছে।

Your browser doesn’t support HTML5

শুনুন কোলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তির প্রতিবেদন