ইরান বন্দর হয়ে ভারতের গমের প্রথম চালান পেল আফগানিস্তান

ইরান বন্দর হয়ে ভারতের গমের প্রথম চালান পেয়েছে আফগানিস্তান। এর ফলে প্রতিবেশী পাকিস্তানকে এড়িয়ে ওই ভূমিবেষ্টিত দেশটির জন্য বাণিজ্য চলাচলের নতুন পথের সূচনা হল । এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কাবুল এবং নতুন দিল্লির মধ্যে বাণিজ্য ও চলাচলের সংযোগে সাহায্য করবে আর এর ফলে ভারত আফগানিস্তানের মধ্য দিয়ে, মধ্য এশিয়ার বাজারে সহজ নাগাল পাবে । প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তাদের দেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য চলাচলের অনুমতি দেয় না ।

Your browser doesn’t support HTML5

ইরান বন্দর হয়ে ভারতের গমের প্রথম চালান পেল আফগানিস্তান