ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে ছাত্রলীগ। এই সময় অবশ্য তারা সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
দুপুর ১২টার দিকে ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে ফটক ভেঙ্গে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা তখন চারদিক থেকে অবস্থান নেয়। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের ২৫-৩০ জনের একটি দল উপাচার্যের কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ পর ছাত্রলীগের আরো নেতাকর্মী সেখানে এসে শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালায়।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১৫ই জানুয়ারি থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। কিন্তু ছাত্রলীগ নানাভাবে হুমকি-ধমকি ও ছাত্রীদের ওপর নিপীড়ন চালিয়ে আন্দোলন বানচাল করে দেয়। এরপর থেকেই শিক্ষার্থীরা টানা আন্দোলন করে আসছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5
ছাত্রলীগ উদ্ধার করলো ভিসিকে