পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের নির্বাচনী আইন সংষ্কার দু’ হাজার সতেরোর শপথ গ্রহণ অধ্যাদেশ অংশে যে কারণেই হোক একটি অংশ বাদ পড়ে যাওয়ায়, এটা ধর্মীয় অনূভুতিতে আঘাতের শামিল বিবেচনা করে দেশ জূড়ে প্রায় তিন সপ্তাহ যাবত যে অশান্ত পরিস্থিতি চলে আসছে তা নিয়েই আমরা কথা ব’লি পাকিস্তান প্রবাসাী সাংবাদিক-ভাস্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে ।
Your browser doesn’t support HTML5
পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের নির্বাচনী আইন সংষ্কার নিয়ে আলোচনা