কক্সবাজারে ফুটবল খেলতে গিয়ে নদীতে ডুবে গেছে ৫ ছাত্র

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর পাড়ে ফুটবল খেলতে গিয়ে নদীতে ৫ জন ছাত্র ডুবে গেছে। ৩জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তারা সবাই চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে দল বেঁধে মাতামুহুরী নদীর পাড়ে ফুটবল খেলতে যায়। সেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল দল হয়ে খেলাও শেষ করে তারা। পরে বিকালে নদীতে গোসল করতে নামে শিক্ষার্থীরা। এসময় ৫জন ছাত্র নদীতে ডুবে যায়।

এসব ছাত্ররা হচ্ছে- ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলামের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র সায়ীদ জাওয়াদ, জলি ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র তূর্য ভট্টাচার্য, শওকতের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র মোঃ ফারহাদ এবং স্থানীয় চকরিয়া আনোয়ার শফিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের ২ সন্তান ১০শ্রেণীর ছাত্র আমিনুল হোসেন ও ৮ম শ্রেণীর ছাত্র মেহরাব হোসেন।

সন্ধ্যায় মাতামুহুরী নদী থেকে ৩জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে দুই জন।তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে এ ঘটনায় মারুফুল ইসলাম জামিল নামের অপর এক ছাত্র ডুবে গেলে, তাকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Your browser doesn’t support HTML5

মোয়াজ্জেম হোসাইন সাকিল, কক্সবাজার