যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলা সরকার ও সে দেশের বিরোধীদের সঙ্গে পুনরায় রাজনৈতিক আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেI তারা জানান প্রেসিডেন্ট মাদুরো'র একজন ঘনিষ্ঠ সহযোগীকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সমর্পন, আলোচনার বাইরে ভিন্নতর এক বিষয়।
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসাবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রথম দক্ষিণ আমেরিকা সফরে একুয়াডোর ও কলম্বিয়া যাবেন। তাঁর এই সফরের আলোচ্যসূচীতে ভেনেজুয়েলা অগ্রাধিকার পাচ্ছে।
ভেনেজুয়েলার সরকারের পক্ষে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত কলম্বিয়ার ব্যবসায়ী অ্যালেক্স সাবকে কেইপ ভার্দে থেকে যুক্তরাষ্ট্রে অভিযোগের মুখোমুখি হতে প্রত্যর্পণ করার পর, মাদুরো সরকার গত সপ্তাহান্তে ঘোষণা করে যে তারা আলোচনা স্থগিত রাখছেI
সোমবার পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, "বিরোধী রাজনৈতিক জোট, ইউনিটারি প্লাটফর্মের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে এসে মাদুরো সরকার ভেনেজুয়েলার জনগণের উন্নত ভবিষ্যৎ এবং মানবিক সঙ্কট মোচনে আন্তরিকতা দেখাতে পারে" I
পশ্চিম গোলার্ধ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, ব্রায়ান নিকোলস ফোন কল ব্রিফিংয়ে বলেন, "মাদুরো সরকার ভেনেজুয়েলার জনগণের বর্ণিত উদ্বেগ সম্পর্কে আন্তরিক হলে সমাধান খুঁজতে জনগণের সঙ্গে বসতো এবং সেই লক্ষ্যে অগ্রগতি সাধিত হলে, যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানাবে"I
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ক্যুইটোতে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লাজো এবং পররাষ্ট্রমন্ত্রী মৌরিসিও মন্তালভো'র সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং গণতান্ত্রিক সুশাসন, মাদক বিরোধী অভিযান এবং অভিবাসন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেনI