তাজমহলের রক্ষণাবেক্ষণে উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারের গাফিলতি অমার্জনীয় বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত বলেছে, একটা টিভি টাওয়ারের মতো চেহারা প্যারিসের আইফেল টাওয়ার, তাই দেখতে যান বছরে ৮ কোটি পর্যটক। আর এত সুন্দর তাজমহল, যা বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম, তা অবহেলার শিকার। অথচ ভালভাবে রাখলে এই সৌধ থেকেই ভারতের বৈদেশিক মুদ্রা সমস্যার সমাধান করা যায়।
ইতোমধ্যে তাজমহলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ওই চত্বরে আগ্রার মানুষ ছাড়া আর কেউ নামাজ পড়তে পারবেন না বলে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তাজমহল রক্ষার কাজ কতটা এগোচ্ছে তার ওপর নজর রাখতে আগামী ৩১ জুলাই থেকে শীর্ষ আদালতে প্রতি দিন শুনানি হবে।
Your browser doesn’t support HTML5
কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর রিপোর্ট।