WALMART সংস্থা জানিয়েছে ভারতে তাদের অংশীদার সংস্থা, FLIPKART 'র সিইও, ৩৭ বছর বয়সী, বিনি বানসাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন I বিনি বানসাল'র পদত্যাগ Walmart সংস্থার জন্য এক সমূহ ক্ষতি, কারণ Walmart ভারতে আমাজন'র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে I বিনি বানসালই হচ্ছেন ভারতে “MeToo” আন্দোলনের সর্বশেষ শিকার