সৌদি আরবের রাজধানী, রিয়াদসহ বিভিন্ন শহরে ৩৫ বছরের অধিক সময় পরে ১৮ই এপ্রিল, সিনেমা হলগুলিতে প্রদর্শিত হবে ছায়াছবি I বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন, AMC Entertainment কে ১৫টি শহরে আগামী ৫ বছরের জন্য ৪০টি সিনেমা হলে ছায়াছবি প্রদর্শনের জন্য লাইসেন্স দেয়া হয়েছে I