তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, শনিবার ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যে, তারা এলিসি প্যালেসে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং YPG 'র সদস্যদের সঙ্গে আলোচনা বৈঠক করেছেন I আঙ্কারা ও প্যারিসের মধ্যেকার তিক্ত সম্পর্কের মাঝে প্যারিস, কুর্দিদের প্রতি ২ মাসের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে