উত্তর কোরিয়ায় পরমাণু বিশেষজ্ঞ জানান যে, স্টকহোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরমাণু আলোচনা শুরু হবার কিছুক্ষন পরেই শেষ হয়ে যায় I আলোচক,কিম মিয়ং গিল বলেন আলোচনা তাদের আশানুরূপ না হওয়াতে তা শেষ করে দিতে হয় I তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান,যে এই বৈঠকে তারা গঠনাত্মক চিন্তা-ধারা উত্থাপন করেছিলেন I বি