MICROSOFT সংস্থা জানায়, যে, ইরান সরকারের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনকে লক্ষ্যবস্তূ করার প্রয়াস নিয়েছিল, তবে তারা সফল হয়নি I সংস্থাটি জানায় শুক্রবার, তারা প্রেসিডেনশিয়াল নির্বাচনী অভিযানসহ মোট ২৪১টি একাউন্ট হ্যাক করার প্রয়াস চালায় I এ ছাড়াও তারা প্রাক্তন সরকারি কর্মকর্তা, স