Measles অর্থাৎ বাংলায় জাকে আমরা হাম বলে থাকি, ইদানীং কালে এই মারাত্মক রোগ থেকে নিজেদের শিশুদের রক্ষা করার জন্য ডাক্তাররা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন।এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে প্রত্যেকটি শিশুকে যেন অবশ্যই এই প্রতিষেধক টীকা দেওয়া হয়, তারই ব্যাবস্থা করতে বলছেন।