মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের একটি আবেদনের শুনানিতে সোমবার শীর্ষ আদালত কেন্দ্র ও অসম সরকারের কাছে অসমের কোথায় কোথায় কতগুলো আটক শিবির আছে, সেগুলোতে গত দশ বছরে কতজনকে আটক রাখা হয়েছে, কতজনকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে, শিবিরগুলোর অবস্থা কেমন, ইত্যাদি সমস্ত তথ্য চেয়েছে।