মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন শেইন আজ তাঁর এক ভাষণে আপোষমূলক বক্তব্য রেখেছেন। মনে করা হচ্ছে ১লা ফেব্রুয়ারি আওন সান সুচি‘র গণতন্ত্রপন্থি দল দেশের নিয়ন্ত্রণ গ্রহণের আগে, সামরিক বাহিনীর আধিপত্যে গঠিত এই সংসদে এটাই ছিল তাঁর শেষ ভাষণ। থিন শেইন বলেন যে অসুবিধা এবং চ্যালেঞ্জ সত্বেও, আমরা শেষ পর্যন্ত গণতন্ত্