সৌদী সাংবাদিক জামাল খাসোগির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে, আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রিয়াদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার যে হুমকি দেন, সৌদী আরব তা প্রত্যাখ্যান করেছে। রবিবার সৌদী আরব বলেছে যুক্তরাষ্ট্র সে রকম পদক্ষেপ নিলে তারাও আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।