জাতিসংঘে পারমানবিক বিষয়াবলির নজরদারী সংস্থা দু’হাজার পনেরো সালে সংস্থার পরিচালকের রিপোর্টের প্রতি মনোযোগ আকর্ষন করেছে, যে রিপোর্টে বলা হয়েছিলো দু’ হাজার ন’ সালের পর ইরান পারমানবিক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট থেকেছে এমোন নির্ভরযোগ্য কোনো আভাস-ইঙ্গিত মেলেনি।
দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মূন যাই ইন, উত্তর কোরিয়াকে, তার পাঙ্গী'রী পারমানবিক পরিক্ষা স্থাপনা বন্ধ করার কাজ নিয়ে, নজরদারী তৎপরতায় জাতিসংঘের তরফে সহায়তা চেয়েছেন।
ভয়েস অফ এমেরিকার পরিচালক আমেনডা বেনেট আফঘানিস্তানে সংবাদকর্মীদের হতাহতের ঘটনায় শোক জানান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এই ইঙ্গিত দেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর সঙ্গে পরিকল্পিত বৈঠক অনুষ্ঠিত হবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সৈন্যমুক্ত এলাকায়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ না করে তাহলে সরকার বন্ধ করে দেওয়ার হুমকী দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমেরিকা ও মেক্সিকোর মধ্যে দেওয়াল নির্মাণের অর্থ অন্তর্ভুক্ত থাকতে হবে সীমান্ত নিরাপত্তার ওই অর্থায়নে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও রবিবার ইসরায়েলে আছেন। নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরেরই এটা একটা অংশ।
২017 সালের 10 এপ্রিল জাতীয় শিক্ষাগত অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট প্রকাশিত হয়। মার্কিন শিক্ষা বিভাগ সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ছাত্রদের পরীক্ষার আয়োজন করে এবং তারই উপর ভিত্তি করে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে।
রবিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন মে মাসে যখন উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে তখন, সিউল এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালিবানের সঙ্গে শান্তি আলোচনার যে উদার আহ্বান জানিয়েছিলেন তা সত্বেও তালিবান যে তার কথিত বার্ষিক বসন্ত অভিযান চালিয়ে যাচ্ছে তাকে ধিক্কার জানিয়েছেন।
সৌদি নের্তৃত্বাধীন জোট আজ ইয়েমেনর রাজধানীতে বিমান আক্রমণ চালিয়ে সশস্ত্র হুথি দলের দু জন নেতাকে হত্যা করেছে। সা’নায় এই আকম্রণে অন্য আর ক’জন মারা গেছে সেটা পরিস্কার নয়।সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন নিহতের সংখ্যা ৫০ জনেরো বেশি বলছে তবে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে হুথির স্বরাষ্ট্র মন্ত্রক ভব
আজ শনিবার প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা জানিয়েছেন যে মধ্য সোমালিয়ার বিভক্ত শহর গালকায়োতে একটি চা’এর দোকানে একজন আত্মঘাতি বোমাবাজ আক্রমণ চালালে সোমালি সরকারের অন্তত চার জন্য সৈন্য নিহত এবং ছ জন আহত হয়েছে। আধা স্বায়ত্বশাসিত পান্টল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রিত শহরের উত্তর দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্ণিক্যাট কিছুদিন আগে ওয়াশিংটনে এসেছিলেন।
আরও লোড করুন