জন্মদিনের শুভেচ্ছা জানাতেই হেসে ফেললেন তিনি, শুরু হলো রীতিমত আড্ডা। ঝর্ণার মত কথার স্রোতে ভেসে আসলো সুমনের অতীত এবং নিকট অতীতের নানান প্রসংগ। স্মরণ করলেন প্রয়াত বাবার কথা। সবার সাথে বন্ধুত্বের কথা বললেন, বললেন তার ‘কোনো শত্রু নেই’ জগতে, শত্রুতা নেই কারো সাথে।