যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি গত দু দিনের মধ্যে আজ শনিবার এই দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন। তিনি আশা করছেন যে ইসরাইলি ও ফিলিস্তিনি নেতারা শিগগিরই শান্তি চুক্তির রূপরেখা সম্পর্কে একমত হবে।
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন যে দীর্ঘ প্রতিক্ষিত সিরিয়া শান্তি সম্মেলন ২২ জানুয়ারী জেনিভায় অনুষ্ঠিত হবে। তবে শান্তি আলোচনার অংশ গ্রহণকারীদের তালিকা এখনও অনিশ্চিত।
ভিয়েনাতে, IAEAএর প্রধান, ইউকিয়া আমানো বলেছেন, এই চুক্তির ফলে, একটি শুভ সূচনা হলো। মিঃ আমানো আরো বলেছেন, তিনি এখনও চান ইরান তাদের তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচী বিষয়ে প্রশ্নগুলোর উত্তর দিক।
৩১ বছরের পাত্র সুলতান বললেন, তিনি তাঁর অনুভূতি ভাষায় বোঝাতে পারছেন না। তিনি তাঁর প্রেমিকাকে খুঁজে পেয়েছেন।
সবচেয়ে মারাত্মক হামলাটি হয়েছে, দক্ষিণ পশ্চীম বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকার একটি জনাকীর্ণ ক্যাফেতে। সেখানে আত্মঘাতী হামলায় ৩৫ জন মারা গেছে, আহত হয়েছে ৪০ জন।
সউদি পররাষ্ট্র মন্ত্রণালয়, শুক্রবার বলেছে, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে যাতে পরিষদ তার দায়িত্ব পালন করতে পারে, সেজন্যে যদি সংস্কারের উদ্যোগ নেয়া না হয় তাহলে, সউদি আরব, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে যোগ দেবে না।
ইন্টারফেইথ শব্দটি দক্ষিণ এশিয়ায় খুব একটা প্রচলিত শব্দ নয় কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বিভিন্ন দেশে ইন্টারফেইথ ডায়ালগ হয়ে থাকে প্রায়ই এবং যেখানে একে অন্যের ধর্মকে বোঝার চেষ্টা করেন , ধর্মকে বিভাজন নয় , মিলনের সুত্র হিসেবে দেখেন ।
বন্দুকধারীরা, সিরিয়ার উত্তরে ৬জন রেড ক্রস ও একজন রেড ক্রিসেন্ট ত্রাণকর্মীকে অপহরণ করেছে।
কেরি সোমবার ইন্দোনেশিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। মিঃ লাভরভ বলেছেন, প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদের সরকার যাতে সহযোগীতা করে সেজন্যে সিরিয়ার মিত্র রাশিয়া সব কিছু করতে প্রস্তুত।
কর্মকর্তারা বলছেন, ৬ জন ইরাকী কুর্দী কর্মী মারা গেছেন। ইরবলের প্রাদেশিক গভর্নর নওজাদ হাদী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, নিরাপত্তা বাহিনী ৪ জন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।
তবে ইরানী সংবাদ সংস্থা বলছে যে কট্টরবাদীদের একটি ক্ষুদ্র দল আমেরিকা মুর্দাবাদ বলে শ্লোগান দেয় এবং কেউ কেউ তেহরানে ইরানি প্রেসিডেন্টের যানবহরে জুতো এবং অন্যান্য জিনিষ নিক্ষেপ করে।
মিঃ ওবামা শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, তাঁদের মধ্যে গঠন মূলক আলোচনা হয়েছে।
আরও লোড করুন