ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা দেওয়া সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভিটো দিয়েছে। ঐ প্রস্তাবে দখল করা অঞ্চল থেকে ইসরাইলের সরে যাওয়ার ও দাবি জানানো হয়েছিল। ঐ খসড়া প্রস্তাবটি মঙ্গলবার অনুমোদনের জন্যে প্রয়োজনীয় নয় ভোট পেতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্রে না সূচক ভোট যা কীনা ভিটো ক্ষমতা সম্পন্ন , তার কারণে এই প্রস্তাবটি এমনিতেই অনুমোদন লাভ করতো না।