আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ অতিথীদের জবাবের এই আসর হ্যালো ওয়াশিংটনে আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি । যেমনটি একটু আগেই শুনলেন আমাদের আজকের বিষয় আফগানিস্তান থেকে জোট সৈন্য প্রত্যাহার এবং ঐ অঞ্চলের নিরাপত্তার ভবিষ্যৎ । আজ আমাদের অতিথী প্যানেলে টেলি সম্মিলনি লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন, নিরাপত্তা বিষয়ক বিশিষ্ট বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।