নির্বাচনের আগে মঙ্গলবার জাতীয় পরিষদে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল বলেন যে ফ্রান্স কোন ধর্মের বিরুদ্ধে নয় , উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। তিনি বলেন ফ্রান্স , সন্ত্রাসবাদ , জিহাদ বাদ এবং উগ্র ইসলামবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করছে । ফ্রান্স ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোন লড়াই করছে না।