যুক্তরাষ্ট্রে স্কুলের ছাত্ররা স্পেলিং বী অর্থাৎ বানান প্রতিযোগিতার সঙ্গে বিশেষভাবে পরিচিত। সহকর্মী ছাত্ত্র, শিক্ষকবৃন্দ এবং আরও অনেক শ্রোতাদের সামনে কঠিন কঠিন শব্দ বানান করে ছাত্র ছাত্রীরা ইংরেজী ভাষায় তাদের দক্ষতা প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নতুন কিছু খেলনা এমনভাবে তৈরী করা হচ্ছে যেগুলির গতিবিধি নিয়ান্ত্রন করা যাবে কম্পুটার কোডিং এর সাহায্যে।
সাম্প্রতিক কালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, যে হারে সমগ্র পৃথিবী জুড়ে টাইপ টু (Type II) ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে খুব শীঘ্র সারা পৃথিবী জুড়ে Insulin এর প্রাদুর্ভাব দেখা দেবে।
কূটনীতিকরা গণতান্ত্রিক দায়িত্ব পালন ও নির্বাচনী সহিংসতা থেকে বিরত থাকার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোরভাবে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে ৬৫ বছর অথবা তারও বেশী বয়সের মানুষের উপস্থিতি অধিকমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে।
এই ধারাভি বস্তিএলাকায় বসবাসরত পরিবারগুলির শিশুরা নানারকম সুযোগসুবিধা থেকে বঞ্চিত হলেও, তারা তাদের বাড়িতে পুনরব্যাবহার যোগ্য জিনিসপত্রের সাহায্যে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরী করে সঙ্গীতের অনুশিলন করছে।
একটি নতুন গবেষণায় দেখা গেছে যে যদি এই ক্যান্সার যথেষ্ট তাড়াতাড়ি ধরা পড়ে, তাহলে মহিলারা কেমোথেরাপি এড়াতে সক্ষম হতে পারেন।
পিটসবার্গে কার্নেগী মেলন ইউনিভার্সিটির গবেষকরা এখন আমাদের গ্রহের বায়ু দূষণ বিশ্লেষণের জন্য একই প্রযুক্তি ব্যবহার করছেন।
নতুন প্রযুক্তির সাহায্যে এমন একটি যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়েছে যেটি চিকিৎসাশাস্ত্র অনুমোদিত এবং শরীরে এটির প্রতিস্থাপন বর্তমানে অনেক পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আশাবাদী করে তুলেছে।
সূর্যের থেকে বিচ্ছুরিত প্রচণ্ড তাপকে প্রতিরোধ করার জন্য বিশেষভাবে নির্মিত একটি মহাকাশযানের সাহায্যে তারা সূর্যের আরও নিকট থেকে সৌরঝড়ের গবেষণা সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহ করতে সক্ষম হবেন।
এই কমিটির চেয়ারম্যান রবার্ট স্টিফেন বলেন, কমিটি একমত যে এই সময়ে একটি আন্তর্জাতিক জরুরী ঘোষণা ভ্রমণ ও বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে।
ত্বকের মারাত্মক ক্যান্সার সনাক্ত করতে বিশ্বে এই প্রথম অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি রক্ত পরীক্ষা আবিষ্কার করেছেন।
আরও লোড করুন