“পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর ও আঙিনা থেকে” - এই স্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন দেশ গড়তে কাজ করে যাচ্ছেন “বিডি ক্লিন” এর তরুণ সদস্যরা। দেশের বিভিন্ন রাস্তাঘাট, রেলস্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, হাট বাজার, বিনোদন পার্ক সবখানেই সক্রিয়।