অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হল ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব


রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫২ তম বিশ্ব ইজতেমার তিন দিন ব্যাপি প্রথম পর্ব রোববার শেষ হয়েছে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। বিশ্ব তাবলীগ জামাত আয়োজিত তাবলীগ জামাত অনুসারীদের সর্ব বৃহৎ বার্ষিক এই জামাতের আখেরি মুনাজাতে অংশ নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। মুনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মাওলানা মুহাম্মদ সা’দ।। প্রায় ১৬০ একর জমির ওপর অবস্থিত ইজতিমাস্থল ছাপিয়ে এর আশ পাশের বিশাল এলাকায় অবস্থান নিয়ে মুসল্লিরা মুনাজাতে অংশ নেন। এছাড়া, বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুলশানের বাসা থেকে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী শুক্রবার শুরু হবে তিন দিন ব্যাপি বিশ্ব ইজতেমার এবারের শেষ বা দ্বিতীয় পর্ব। ২। বাংলাদেশের জলবায়ুর জন্য প্রধান উদ্বেগের কারণ হিসেবে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং একেক সময় একেক ধরনের বৃষ্টিপাতের ধারাকে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অবমাইগ্রেশন (আইওএম) । রোববার প্রকাশিত আইওএম এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ুর এ ধরনের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনজীবন ও জীবিকার ওপর বড় ধরনের নেতিবাচকপ্রভাব ফেলছে । বাংলাদেশ, মালদ্বীপ ও নেপালের ওপর চালানো আইওএম এর ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড়, ঝড়, জোয়ারের ফলে সৃষ্ট বন্যা, লোকালয়ে লবণাক্ত পানির প্রবেশ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।অন্যদিকে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র খরা এবং আকস্মিক বন্যা দেখা দেয় বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবস্থার অবক্ষয় এসকল অঞ্চলের মানুষের স্থান ত্যাগে ভূমিকা রাখছে।

please wait

No media source currently available

0:00 0:00:32 0:00

XS
SM
MD
LG