অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের রাজনীতি শুরু হয়েছে।


পশ্চিমবঙ্গে যেন গ্রেপ্তার আর পাল্টা গ্রেপ্তারের রাজনীতি শুরু হয়েছে।সারদা চিট ফান্ড মামলায় গ্রেপ্তার হয়ে বছর দুয়েক জেলে ছিলেন মমতা সরকারের মন্ত্রী মদন মিত্র। সম্প্রতি আটক হয়ে জেলে রয়েছেন দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস পাল। রবিবার একটি অর্থ প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ঐ দিনই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করলেন, তাঁকে খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু নাইডুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হতে পারে। দেখে-শুনে সিপিএম পলিটব্যুরো সদস্য, মহম্মদ সেলিমের মন্তব্য - এ যেন মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। এদের দুজন ধরা পড়ল, তারপর ওদের দুজন আটক। তৃণমূলের মতে, নোট বাতিলের প্রতিবাদ করেই মোদি সরকারের রোষে পড়েছে তাদের সাংসদেরা।বিজেপি-র মতে, এ তো আসলে প্রতিহিংসার রাজনীতি।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG