অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সার্ক চেম্বার আয়োজিত এক আলোচনা


দক্ষিণ এশিয়ার মানুষ আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে এর প্রতি এ অঞ্চলের ৯৫ শতাংশ মানুষের পূর্ণ আস্থা রয়েছেরে বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুরাজ বৈদ্য। রোববার ঢাকায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সার্ক চেম্বার আয়োজিত এক আলোচনায় সার্ক চেম্বারের সভাপতি এমন বক্তব্য দিয়ে বলেন সার্ক দেশগুলোর মানুষেরা এ অঞ্চলে অবাধে চলাচল করতে পারে না যা সার্কের প্রতি ন্যায্য আচরণ হিসেবে গণ্য করা যায়না।আলোচনায় সার্ক ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, অন্য অঞ্চল যেখানে নিজেদের মধ্যে বড় অংশের বাণিজ্য করে, সেখানে সার্কের দেশগুলো মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ নিজেদের মধ্যে করে।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

XS
SM
MD
LG