অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা নববর্ষ: ঢাকায় দুই কিলোমিটার সড়কে আঁকা হচ্ছে আলপনা


শনিবার ১৩ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুই কিলোমিটার সড়কে আঁকা হয়েছে আলপনা। এই আলপনা আঁকায় অংশ নিয়েছেন ৩০০ শিল্পী। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।

আনন্দ উল্লাস আর বিশ্বমানবের মঙ্গল কামনার মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস বেশ প্রচীন। তবে নব পর্যায়ের বর্ষবরণের অনত্যম প্রধান অনুসঙ্গ ঢাকার রমনা বটমূলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বৈশাখ আবাহন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রা।

পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে উদযাপিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হিসেবে উদযাপন করা হয় বাংলা নববর্ষকে।

XS
SM
MD
LG