অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে ১৪ জনের প্রাণহানি


ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা রবিবার, ১৪ এপ্রিল জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারী এক বিবৃতিতে বলেছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলের দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারটি বাড়ি ধ্বংস হয়েছে। ঠিক কতজন নিখোঁজ, সেই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে স্থানীয় গণমাধ্যম অন্তত দুইজন নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করেছে।

ইন্দোনেশিয়ায় বর্ষার মৌসুম শুরু হয় জানুয়ারিতে। দেশটির আবহাওয়া সংস্থা প্রথম তিন মাসে উচ্চ মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, বিশেষ করে জাভা এবং সুমাত্রা দ্বীপে।

XS
SM
MD
LG