অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের শিবিরে ভয়াবহ তাপপ্রবাহের শিকার


বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুতুপালং শরণার্থী শিবিরে এক লক্ষের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তারা তীব্র ও ভয়াবহ তাপপ্রবাহের শিকার। এখানকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

কুতুপালং বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির। যদিও কর্তৃপক্ষ দিনের বেলা সবাইকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছে। তবে, দৈনন্দিন কাজকর্মের জন্য অনেকে বাইরে বেরোতে বাধ্য হন। তারা চরম তাপমাত্রার কবলে পড়ছেন।

কুতুপালং-এর মানুষজন প্রতিদিন রেশন সংগ্রহ করেন, রান্না করেন এবং বাঁশ চিড়ে তা নির্মাণ সরঞ্জাম হিসেবে ব্যবহার করেন।

এক শরণার্থীর বক্তব্য অনুযায়ী, শিবিরের আগোছালো পরিকাঠামোতে তাপ সহ্য করা যাচ্ছে না। গাছ বা ছাতার তলায় আশ্রয় নেওয়ার জন্য তারা বাড়ির বাইরে যেতে বাধ্য হচ্ছেন।

তাপমাত্রার কারণে স্ট্রোক হয়েছে অনেকের এবং মারাত্মক জলশূন্যতায় ভুগছেন কেউ কেউ, এমনটা খবর পাওয়া গিয়েছে।

পাশাপাশি তীব্র দাবদাহের কারণে অনেক শিশুর ত্বকে সমস্যা দেখা দিয়েছে। (রয়টার্স)

XS
SM
MD
LG