অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলার পরের অবস্থা


রবিবার, ৫ মে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনায় কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে।

লেবাননের একটি স্থানীয় কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে রবিবার একটি দক্ষিণ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। তার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ রকেট হামলা ঘোষণা করেছে।

গত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। তারপর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী সীমান্তে গুলি বিনময় করে এসেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল লেবাননের ভূখণ্ডের ভেতরে আঘাত করছে, এবং হিজবুল্লাহ উত্তর ইস্রায়েলে সামরিক অবস্থানে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বাড়িয়েছে।

হামাস-ইসরাইল যুদ্ধের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, নিহতদের সিংহভাগ হলেন নারী এবং শিশু।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG