অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠী শত শত জান্তা কর্মীকে আটক করেছে


মিয়ানমারের একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী সোমবার বলেছে যে তারা একটি সামরিক কমান্ড দখল করার পাশাপাশি পশ্চিম রাখাইন রাজ্যে শত শত জান্তা কর্মীকে বন্দী করেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা।

ভিডিওতে পুরুষদের একটি দীর্ঘ লাইন দেখা গেছে। তাদের মধ্যে কেউ কেউ সামরিক ইউনিফর্ম পরিহিত। তারা লাইন করে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

কেউ কেউ শর্টস, টি-শার্ট এবং স্যান্ডেল পরা ছিল আবার অনেকের পায়ে জুতো ছিল না। কয়েকজনকে অস্থায়ী স্ট্রেচারে করেও নিয়ে যাওয়া হচ্ছিল।

ভিডিওটিতে আরও দেখা গেছে যে ইউনিফর্ম পরা বন্দুকধারী পুরুষদের প্রহরায় প্রায় ২০০ জন সারিবদ্ধভাবে বসে আছে।

নভেম্বরে আরাকান আর্মি (এএ) নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার পর থেকে রাখাইনে সংঘর্ষে শুরু হয়েছে, যা ২০২১ সালের জান্তার অভ্যুত্থানের পর যুদ্ধবিরতির অবসান ঘটায়।

প্রাদেশিক রাজধানী সিত্তে এখনো সামরিক বাহিনীর দখলে থাকলেও এএ যোদ্ধারা ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী ঘাঁটি সহ নিকটবর্তী জেলাগুলির অঞ্চল দখল করেছে।

এএ মিয়ানমারের বেশ কয়েকটি সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে একটি। তাদের অনেকেই ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে স্বায়ত্তশাসন এবং সম্পদের নিয়ন্ত্রণের জন্য সামরিক বাহিনীর সাথে লড়াই করে এসেছে।

XS
SM
MD
LG