অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসে চীনা প্রেসিডেন্ট শিকে স্বাগত জানালেন


সোমবার, ৬ মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্ত্রী ব্রিজিটের সাথে আনুষ্ঠানিকভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিয়ুয়ানকে ফ্রান্সে স্বাগত জানিয়েছেন। তারা সবাই প্যারিসের সামরিক জাদুঘর লে অঁভালিদ-এ একটি সামরিক কুচকাওয়াজ দেখেন।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ফ্রান্সে পৌঁছেছেন শি, যেখানে বাণিজ্য বিরোধের ওপর আলোকপাত হবে বলে ধারনা করা হচ্ছে। তার পাশাপাশি, ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে প্রভাবিত করতে বেইজিংকে রাজি করার একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবেও এই সফরকে দেখা হচ্ছে।

সোমবার শুরুর দিকে, এলিসে প্রাসাদে ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে এক বৈঠকে যোগ দেন শি।

পাঁচ বছরের মধ্যে তার প্রথম ইউরোপীয় সফরে শি বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

সোমবার ও মঙ্গলবার ফ্রান্সে কাটানোর পর তিনি সার্বিয়া ও হাঙ্গেরিতে যাবেন।

XS
SM
MD
LG