অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবল বৃষ্টিপাতে পাহাড় ধসে বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ জন নিহত


প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে বান্দরবান জেলার লামা উপজেলায় অন্তত ৫ জন নিহত এবং একজন নিখোজ রয়েছেন। এদের মধ্যে ২ জন নারী, ২ শিশু রয়েছে। তারা দু’টি পরিবারের সদস্য। শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন বলছে। শনিবার উদ্ধারকারীরা দিনভর উদ্ধার কাজ চালিয়েছে। স্থানীয়রা জানান, একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বান্দরবানের এই ঘটনা নিয়ে গত ১২ দিনে চট্টগ্রাম, কক্সবাজারসহ ওই এলাকায় কমপক্ষে ১৮ জন পাহাড় ধসে নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবসহ গত কয়েকদিনের প্রবল বর্ষণে ফসলাদিসহ দেশের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে ৬ জনের মতো নিহত হয়েছেন। নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।আমির খসরুর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG