অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালীয় নাগরিক সেজার তেভেলা হত্যার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ


পুলিশ দাবি করেছে যে, ইটালীয় নাগরিক সেজার তেভেলা হত্যাকান্ডের সাথে জড়িত চারজন ঘাতককে আটক করতে পেরেছে। পুলিশের ভাষ্য মতে, এর মধ্যে তিনজন ভাড়াটে খুনি এবং একজন মোটর সাইকেল সরবরাহকারী। পুলিশ বলছে, দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে এদেশ বিদেশীদের জন্য নিরাপদ নয়- এমনটা প্রমাণ করে সরকারকে বেকাদায় ফেলার উদ্দেশ্যে কথিত এক বড়ভাইয়ের আদেশ পালন করেছে এই ভাড়াটে খুনিরা। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করতে পেরেছে এবং কথিত বড়ভাইকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিঞা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের সুনির্দিষ্ট টার্গেট সিজার তেভেলা ছিলেন না, একজন শ্বেতাঙ্গ বিদেশীকে হত্যা করাই ছিল উদ্দেশ্য। পুলিশ কমিশনার বলেন, আইএস-এর কোনো সম্পৃক্ততা এর মধ্যে নেই।
গ্রেফতারকৃত চারজনকে আদালতে হাজির করা হয়েছে এবং তিনজনকে আটদিন করে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর সিজার তেভেলাকে ঢাকায় গুলি করে হত্যা করা হয়।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG