অ্যাকসেসিবিলিটি লিংক

ওসামা বিন লাদেনকে ধরিয়ে দেওয়ার জন্য সিআইএ-কে সাহায্যের দায়ে পাকিস্তানী ডাক্তারের কারদন্ড


সরকারি কর্মকর্তারা বলেন ওসামা বিন লাদেনকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তানী যে ডাক্তার সাহায্য করে ছিলে তাকে রাষ্ট্রোদ্রোহীতার দায়ে ৩৩ বছরে দন্ডাদেশ দেওয়া হয়েছে।


সাকিল আফ্রেদীর বিরুদ্ধে টিকাদানের জাল প্রচারাভিযান চালানোর আভিযোগ আনা হয়। সিআইএ-কে আল কাইদা নেতা এবং তাঁর পরিবারের সদস্যদের ডীএনএ–র নমুনা এবং বিন লাদেন যে পাকিস্তানের আবোটাবাদ শহরের ঐ বাড়ীতে উপস্থিত আছেন সেটা তিনি নিশ্চিত করেছিলেন।
স্থানীয় কর্মকর্তারা বুধবার জানান, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার শহরের স্থানীয় একটি আদালত বিশ্বাসঘাতকতার দায়ে আফ্রেদীকে দোষী সাব্যস্ত করে। কারাবাস ছাড়াও ডাক্তারকে ৩৫ শত ডলার জরিমানা দিতে হবে।

এ বছর আগের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লেওন পেনেটা বলেন আফ্রেদী বিন লাদেনকে ধরিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছে এবং পাকিস্তানী কর্তৃপক্ষকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে মন্তব্য করে বলেন, তাঁর ভাষায় “তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে বাস্তবিক পক্ষে ভুল।”

XS
SM
MD
LG