অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: বাংলাদেশের চলমান পরিস্থিতি; সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব


আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি : সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব। আজ আমাদের প্যানেলে বিশেষ অতিথীরা হচ্ছেন বাংলাদেশ ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক , সমাজ ও অর্থনীতি বিষয়ক বিশ্লেষক ড মাহবুবুল মোকাদ্দেম আকাশ। আরও আছেন Bangladesh Garment Manufactures & Exporters Association (BGMEA)’র সাবেক চেয়ারম্যান, জনাব আনোয়ারুল আলম চৌধুরী। জনাব চৌধুরী আপনাকে স্বাগতম।

বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এবং এর প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে আমাদের আলোচকরা আলোকপাত করবেন, সেই পরিস্থিতিকে কি ভাবে সংজ্ঞায়িত করা যায় সে নিয়ে বিতর্ক আছে। কেউ বলছেন এটি রাজনৈতিক আন্দোলন , কেউ বলছেন নিছক সন্ত্রাস, কেউ বলছেন অবরোধ-হরতাল , কেউ বলছেন যে হরতালে এমন ট্র্যাফিক জ্যাম তাঁরা কখনই দেখেননি, কেউ বলছেন তাদের আন্দোলন সফল হচ্ছে , কেউ বলছেন এটা আদৌ কোন আন্দোলন নয় । তবে ঘটনা যাই-ই হোক না কেন এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হচ্ছে , পেট্রল বোমার আঘাতে হতাহত হচ্ছেন নিরীহ মানুষ এই সাম্প্রতিক কাল পর্যন্ত ঊর্ধ্বমুখী অর্থনীতি এখন মুখ থুবড়ে পড়ছে , সমাজে এক অকারণ অস্থিরতা সৃষ্টি হয়েছে সে ব্যাপারে বোধ হয় কারও দ্বিমতের অবকাশ নেই। আমরা এ বার সরাসরি প্রশ্নোত্তরের পর্বে যাচ্ছি। বহু শ্রোতাই প্রশ্নের জন্যে প্রস্তুত আছেন । প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্যে এ্বং উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর জন্যে সংশ্লিষ্ট সবার প্রতি সবিনয়ে অনুরোধ রইল।

please wait

No media source currently available

0:00 0:39:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG