অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের দুই মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট


বাংলাদেশে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারের দুই মন্ত্রীকে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আগামী ২৭শে মার্চ পুনরায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক রোববার আদালতে হাজির হলে তাদের দেয়া ব্যখ্যা গ্রহণ না করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপীল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেয়।

দুই মন্ত্রী গত ৫ই মার্চ এক সেমিনারে যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলির আপীলের শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলে গত ৮ই মার্চ সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে দুই মন্ত্রীকে ১৫ই মার্চ আদালতে হাজির হয়ে তাদের বক্তব্যের ব্যখ্যা দেয়ার নির্দেশ দেয়।

১৫ই মার্চ খাদ্যমন্ত্রী দেশে না থাকায় রোববার তাদের হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দুই মন্ত্রী তাদের বক্তব্যের ব্যখ্যা লিখিতভাবে ইতোমধ্যেই আদালতে জমা দিয়েছেন। তবে তাদের ব্যখ্যায় কিছু ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রয়েছে বলে মন্তব্য করে আদালত তা গ্রহণ করেনি। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG