অ্যাকসেসিবিলিটি লিংক

বাবা-মায়ের অবর্তমানে অটিস্টিক শিশুর লালন-পালনে রাষ্ট্রই উদ্যোগ নেবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিস্টিক শিশুদের বাবা-মায়ের অবর্তমানে তাদের লালন-পালনের জন্য রাষ্ট্রই উদ্যোগ গ্রহণ করবে।

শনিবার ঢাকায় নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি খাতকেও এবিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অটিস্টিক শিশুদের কল্যাণে তাঁর সরকার যে সকল সুযোগ সুবিধা ইতিমধ্যেই তৈরি করেছে তার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "এদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে বিকশিত করে দেওয়ার সুযোগ করে দিতে হবে, যেন মেধা বিকাশের মাধ্যমে তারাও সমাজকে কিছু উপহার দিতে পারে।"

বাংলাদেশে কত অটিস্টিক মানুষ রয়েছেন তার কোন সঠিক তথ্য পাওয়া না গেলেও, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক হিসাবে বলা হয়েছে, এদের সংখ্যা ১৪ লাখের কম নয়। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG