অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তির বিষয়ে দুজন তরুণ কর্মীর প্রতিক্রিয়া


French President Francois Hollande, front center, poses with world leaders for a group photo as part of the COP21, United Nations Climate Change Conference, in Le Bourget, outside Paris, Nov. 30, 2015.
French President Francois Hollande, front center, poses with world leaders for a group photo as part of the COP21, United Nations Climate Change Conference, in Le Bourget, outside Paris, Nov. 30, 2015.

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন এমন দুজন তরুণ কর্মী জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন ।

ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে দক্ষিন আফ্রিকা ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান
Action Aid এর ঢাকা কার্যালয়ের বিভাগীয় ব্যবস্থাপক তাজরিন হোসেন যিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তাঁর প্রতিষ্ঠানের জলবায়ু সংক্রান্ত কয়েকটি প্রকল্পের তদারকি করেন, চুক্তিটিকে বিশ্ববাসীর জন্য ইতিবাচক বিষয় হিসাবে বর্ণনা করে এর কিছু ত্রুটিরও উল্লেখ করেন।

তিনি বলেন চুক্তিটির যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে।

তাজরিন হোসেন উন্নত ওধ্রুত উন্নইয়নশিল দেশগুলকে এ চুক্তির মুল সুবিধাভুগি বলে মন্তব্য করেন। তিনি বলেন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে এ সকল দেশ কি ভূমিকা রাখবে তার উপরি নির্ভর করবে এর সফলতা এবং ব্যার্থতা।

Bangladesh youth Movement for Climate এর প্রতিষ্ঠাতা আব্দুলাহ রেজওয়ান প্যারিস চুক্তিকে বিশ্ববাসীর জন্য বিরাট অর্জন বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন এ চুক্তিতে আরওঅনেককিছু অর্জন করে সম্ভব ছিল । তবে তিনি বলেন যে চুক্তিটি হয়েছে এর কিন্তু এখানেই শেষ নয় বরং এটা বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষার জন্য বিশ্ববাসীর একটি ঐক্যবদ্ধ প্রাথমিক উদ্যোগ। আব্দুল্লাহ রেজওয়ান বলেন জলবায়ু নিয়ে বিশ্ববাসীর অনেকগুলো দাবি ছিল যা চুক্তিতে আসেনি। প্যারিস চুক্তির মত ঐক্যবদ্ধভাবে সকল পক্ষ যদি কাজ করে তবে সেগুলো অচিরেই অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:03:09 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG