অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে ‘ধোয়া’ নামে ধুমপান বিরোধী প্রচারণা


ধুমপান, বিশ্বের অন্যতম প্রধান একটি স্বাস্থ্যগত সমস্যা। দেশে দেশে ধুমপান নিরসনের নানা উপায় নিয়ে গবেষণা চলছে; চলছে ধুমপানের খারাপ দিক তুলে ধরে বিভিন্ন ধরণের প্রচারণা। ভাইটাল ষ্ট্র্যাটেজী নামের একটি আন্তর্জাতিক সংগঠনের সহায়তায়, বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে ‘ধোয়া’ নামে একটি ধুমপান বিরোধী প্রচারণা। ভাইটাল ষ্ট্র্যাটেজীর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম কথা বলেন এ প্রসঙ্গে। ওয়াশিংটন ষ্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।

XS
SM
MD
LG