অ্যাকসেসিবিলিটি লিংক

এফআইআর দায়ের হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে


এফআইআর দায়ের হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই নির্দেশের জেরে রীতিমতো বিপাকে পড়েছে রাজ্য পুলিশ। কারণ এফআইএর দ্রুত আপলোড করার মতো পরিকাঠামো এখনও গড়ে তোলা যায়নি জেলার বিভিন্ন থানায়। এমনকী ক্রাইম ও অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমের (সিসিটিএনএস) কাজও এখন শেষ করে উঠতে পারেনি নি রাজ্য পুলিশ। এমনকী জেলার বিভিন্ন থানায় এখনও ইন্টারনেট সংযোগ চলছে সমহিমায় সর্বস্তরে গড়ে ওঠে নি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কীভাবে কার্যকর করা যাবে তা নিয়ে রীতিমতো চিন্তিত প্রশাসনের কর্তারা। দেশের ‘ইউথ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’-এর করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এদিনের এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত থানায় ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত দুর্বল, সেই সমস্ত থানাকে এফআইআর আপলোডের জন্য বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র ও সি নাগাপ্পনের বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি বিশেষ কয়েকটি ক্ষেত্রে এফআইআর আপলোড না করারও ছাড় দিয়েছে পুলিশকে। সেগুলির মধ্যে অন্যতম কোনও জঙ্গি হামলা বা নাশকতা ষড়যন্ত্র সংক্রান্ত মামলা এবং কোনও মহিলা বা শিশুর শারীরিক হেনস্তা সংক্রান্ত মামলা। অবশ্য, শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, এফআইআর ওয়েবসাইটে আপলোড করা হয়নি কেন, এই অজুহাত বা প্রশ্ন তুলে কোনও অভিযুক্ত সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে আদালতে বিশেষ সুবিধা পাবেন না।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG