অ্যাকসেসিবিলিটি লিংক

হাইকোর্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৬ জন সদস্যের মৃত্যুদন্ড আদেশ বহাল রেখেছে


Policemen return after rafter a raid on a building in Dhaka, Bangladesh, Tuesday, July 26, 2016.
Policemen return after rafter a raid on a building in Dhaka, Bangladesh, Tuesday, July 26, 2016.

২০০৫ সালে ঢাকার পাশ্ববর্তী গাজীপুর জেলা আইনজীবী সমিতির অফিসে বোমা হামলায় ৪ জন আইনজীবীসহ ৮ জন নিহত হওয়ার মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র ৬ জন সদস্যের মৃত্যুদন্ড আদেশ বহাল রেখেছে। ২ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড এবং ২ জনকে খালাস দেয়া হয়। ২০১৩ সালে নিম্ন-আদালত ১০ জনকে মৃত্যুদন্ড দিয়েছিল। এদিকে, ঢাকার কল্যাণপুরে নিহত ৯ জন সন্দেহভাজন জঙ্গীর মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ৩ জন মাদ্রাসার ছাত্র, একজন কলেজ ছাত্র এবং একজন গার্মেন্টেস-এ কর্মরত ছিলেন। পরিচয় নিশ্চিত হওয়া ৮ জনের মধ্যে একজন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র সেজাত রউফ অর্ক যুক্তরাষ্ট্রেরও নাগরিক। সেজাত ৬ মাস যাবত নিখোজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকায় বৃহস্পতিবার কয়েকশ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন করেছেন। একজন মাদ্রাসার শিক্ষক বলেছেন, জঙ্গীবাদীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
জঙ্গীবিরোধী অভিযানে সিলেট এবং কুমিল্লায় ৩৪ জনকে আটক করা হয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG