অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ফের শান্তি আলোচনা শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার


কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে ফের শান্তি আলোচনা শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে সম্পন্ন হল এক পর্যালোচনা বৈঠক। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত দেশের প্রথম সারির স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের বিশদে জানানো হয়, কাশ্মীরে এই মুর্হূতে কী জটিল পরিস্থিতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কী কী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে শান্তি ফেরানো সম্ভব কী না-সংশ্লিষ্ট বৈঠকে তানিয়েও আলোচনা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়ে দিয়েছেন, সংবিধানের আওতার মধ্যে কেন্দ্র সকলের সঙ্গে কথা বলতে তৈরি। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জঙ্গি গোষ্ঠীগুলি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি, যাদের সঙ্গে আলোচনায় বসলে এই হিংসা বন্ধ হওয়া সম্ভব।

XS
SM
MD
LG