অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার লক্ষ মানুষ প্রাণভয়ে ঘর ছাড়া , দেশ ছাড়া - পরিসংখ্যান জাতিসংঘ শরনার্থি সংস্থার


জাতিসংঘ বলছে – সিরিয়ায় , দেশটির দু’বছরস্থায়ি সংঘাত – সহিংসতার হাত থেকে জান বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন যেসব মানুষ তাঁদের সংখ্যা এখন ১০ লক্ষে গিয়ে পৌঁচেছে – আর দেশের ভেতরে গৃহহারা – ঘরছাড়া হয়েছেন আরো লক্ষ লক্ষ মানুষ । জাতিসংঘ শরনার্থী সংস্থা বুধবার সর্ব সাম্প্রতিক এ পরিসংখ্যান প্রকাশ করেছে । সংস্থার প্রধাণ এ্যানটোনিয়ো গূটেরাস বলেন – সিরিয়া পরিস্থিতি এখন পরিপুর্ণ দূর্যোগ পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে । সংস্থার মূখপাত্র সেবেলা উইলকীস ভয়েস অফ এ্যামেরিকাকে জানান – অন্ধকারে গা ঢেকে , গর্জে ওঠা কামানের গোলার মুখে , ঘর ছেড়ে পালাচ্ছে নারী পুরুষ শিশূর দল ।
ভিতি বিহ্বল চিত্তে স্বজন হারা বাস্তুচ্যুত মানূষ গিয়ে হাজির হচ্ছে আশপাশের দেশগুলোতে । মিস উইলকিস বলেন – এই দশ লক্ষের বেশির ভাগই দেশ ছেড়েছেন গত বছরে । যা থেকেই পরিস্থিতি যে কেমন সঙ্গীন হয়ে দাঁড়াচ্ছে বোঝা যায় তা – বলেন তিনি ।
XS
SM
MD
LG