অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু


সফররত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রশংসা করেছেন এবং সাথে সাথে অর্থনীতির উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি ভিত্তিক আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করেছেন। তিনি রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত এবং একটি গণবক্তৃতায় বক্তব্য রাখেন। কৌশিক বসু বলেন, বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের বর্তমান অংশীদারিত্বমূলক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে এক কোটি ৪০ লাখ উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে নারী জনগোষ্ঠীকে ওই কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সময় নেই। অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী দশ বছরের মধ্যে ২ কোটি ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া অবকাঠামোগত সংস্যা দূরীকরণ, ব্যবসা ও বিনিয়োগে বাধাসমূহ দূর এবং উন্নতমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কৌশিক বসু আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

XS
SM
MD
LG