অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের স্কুলে জঙ্গী হামলায় মৃতের সংখ্যা ১৪১, অধিকাংশই শিক্ষার্থী


পাকিস্তানের পেশোয়ারে সেনা পোষাকে স্কুলে প্রবেশ করে অস্ত্রধারী জঙ্গীদের বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪১ এ। তাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

সেনা কর্মকর্তারা জানান মৃতদের মধ্যে ১৩২ জন ১২ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থী। নয়জন স্কুল কর্মচারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানী সেনা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম সালিম বাজওয়া বলেন সেনা সদস্যদের সঙ্গে যুদ্ধে সাতজন জঙ্গী নিহত হয়েছে। স্কুল থেকে বিস্ফোরক পরিস্কার করা হয়েছে। পাকিস্তানী তালিবান ঐ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার নিন্দা জানিয়েছেন। লন্ডনে যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা আখ্যা দিয়ে বলেছেন বিশ্বের সব মানুষকেই তা নাড়া দিয়েছে।

XS
SM
MD
LG