অ্যাকসেসিবিলিটি লিংক

অন্তত ১৫টি দেশ এ বছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে: ড. মাহমুদুর রহমানের সাক্ষাৎকার


Professor Mahmudur Rahman
Professor Mahmudur Rahman

২০১৯ সালে শুধু বাংলাদেশই নয়, ডেঙ্গুর ব্যাপক বিস্তারের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন এন্ড কন্ট্রোল এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ডসহ অন্তত ১৫টি দেশ এ বছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে। সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন, স্বাস্থ্যসংস্থার রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ড. মাহমুদুর রহমান।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:05:57 0:00

শুধু বাংলাদেশই নয়, ডেঙ্গুর ব্যাপক বিস্তারের ঘটনা ২০১৯ সালে বড়ভাবে ঘটেছে এবং ঘটছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন এন্ড কন্ট্রোল এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ডসহ অন্তত ১৫টি দেশ এ বছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে। বিভিন্ন সূত্র বলছে, ফিলিপাইনে এ বছরের ১৩ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৭শ’ ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ফিলিপাইন সরকার স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আড়াই লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত এবং ৫৮ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে সংবাদ মাধ্যম। সিঙ্গাপুরেও ১০ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত মানুষ মারা গেছেন নেপালসহ বহু দেশে।
যুক্তরাষ্ট্রে পাবলিক লাইব্রেরি অব সায়েন্স-এর মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে বিশ্বের ১০০ কোটি মানুষ মশকবাহিত নানা রোগ-বালাইয়ের ঝুঁকির মধ্যে থাকবে। কেন ২০১৯ সালে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটেছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন, স্বাস্থ্যসংস্থার রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ডা. মাহমুদুর রহমান।
এদিকে, মঙ্গলবারেও ঢাকায় একজন স্কুল ছাত্রসহ সারাদেশে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

XS
SM
MD
LG